কোভিড সংক্রমণ রোধে রাজ্য জুড়ে চলছে আংশিক লকডাউন। তাও কোভিড সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। জলপাইগুড়ি শহরে কোভিড পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলে সোমবার জানান জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জী। তিনি বলেন দীর্ঘ সময় ধরে চলা ভোটের প্রক্রিয়া কোভিড পরিস্থিতিকে অনেক জটিল করে তুলেছে। তাই তিনি শহরবাসীকে সতর্ক করেন বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন, বারবার হাত স্যানিটাইজ করুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন ভিড় এড়িয়ে চলুন যেখানে সেখানে থুথু ফেলবেন না অকারণে বাইরে ঘোরাঘুরি করবেন না। তিনি আরো বলেন গতকাল রবিবার জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে যে রিপোর্ট এসেছিল তাতে দেখা গেছে জলপাইগুড়ি শহরে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০২ জন এবং আজ সোমবার জলপাইগুড়ি শহরে নতুন করে করণা আক্রান্তের সংখ্যা ৪৪জন। এছাড়াও সোমবার তিনজন শহরবাসী করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানান সৈকত বাবু।