জলদূষণের জেরে এবার মহানন্দা ছটঘাটে নামবেন না ব্রতীরা

মহানন্দায় দূষণের জেরে এবার ছটপূজায় না নেমে নীরব প্রতিবাদ ইসলামপুরে। জানা গেছে বিভিন্ন কারখানার দূষিত জল মহানন্দায় এসে পড়ছে । ফলে ওই দূষিত জলে নেমে পুজো করতে অসম্মত এলাকার পুণ্যার্থীরা। এলাকাবাসীর অভিযোগ তিস্তা পুকুরের জলে ইসলামপুর কোভিড হাসপাতাল এবং আইটিআই কলেজের নালা গুলোকে তিস্তা পুকুরের সঙ্গে সংযোগ করে দেয়া হয়েছে। ফলে সে নালার সমস্ত নোংরা জল পুকুরে এসে পড়ছে। এতে জল দূষিত হয়ে গেছে।পাশাপাশি কোভিড হাসপাতালে ব্যবহার করা বিভিন্ন সামগ্রী ওই পুকুরের জলে ফেলা হয়েছে বলে অভিযোগ ।

এ বিষয়ে তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও হুমকি দিয়েছেন। উদ্যোক্তারা আরও জানিয়েছেন দীর্ঘ 30 35 বছর ধরে প্রায় পাঁচশত এর বেশি পরিবার এই তিস্তা পুকুরে আরাধনায় নিয়োজিত হন । তাই জল দূষণের কারণে এবারের তিস্তা পুকুরে তাদের ছট পুজো করা অনিশ্চিত হয়ে গেল। ওই জলে যাতে কেউ না নামেন তার জন্য মাইক এ প্রচার করা হবে বলে উদ্যোক্তারা জানিয়েছেন।