শালুগাড়ার এক জমিবিবাদকে কেন্দ্র করে জমি মাফিয়াদের সুযোগ পাইয়ে দেওয়া এবং অনৈতিকভাবে এক মহিলাকে গ্রেপ্তার করার অভিযোগে ভক্তিনগর থানার আইসি এবং সেকেন্ড অফিসারকে ক্লোজ করে দিল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার ত্রিপুরারী অর্থব। জানা গিয়েছে আইসি সুজয় টুঙ্গা এবং সন্দীপ সুব্বাকে ক্লোজ করেছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট।
সুশীলা রায় ও সুরেশ কুমার আগারওয়ালের মধ্যে বিবাদ চলছিল । ঘটনা কোর্ট অবধিও যায়। সুশীলা রায়ের অভিযোগ, জমি দখলদারদের পাইয়ে দেওয়ার চেষ্টা করছে কয়েকজন পুলিশ আধিকারিক। ওই বিতর্কিত জমিতে ১৪৪ ধারা জারি হলেও কি করে সেখানে নির্মাণ কাজ চলছে তা নিয়েও প্রশ্ন তুলেছে অনেকে । জমি মালিকানার দাবিদার সুশীলা রায়ের অভিযোগ পুলিশ জমি মাফিয়াদের হয়ে কাজ করছে। এমনকি মাফিয়াদের কথায় তার দুই ছেলেকেই বিনা কারণে থানায় নিয়ে গিয়ে বন্দি করেছে।বুধবার রাতে তাঁকে অনৈতিকভাবে ভক্তিনগর থানার পুলিশ আটক করে থানায় নিয়ে আসে বলে অভিযোগ । একজন মহিলাকে এভাবে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে, সেই ঘটনা কানে যায় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের । এরপরই আজ থানার দুই পুলিশ আধিকারিককে ক্লোজ করা হয়েছে।