জমির সীমানাকে কেন্দ্র কেন্দ্র করে কোন্দল ,পরে সেই কোন্দল রাজনৈতিক রঙ লেগে ধুন্ধুমার লেগে গেল চোপড়াতে। জানা গেছে এনিয়ে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে উত্তেজনা ছড়ায় ।অভিযোগ, জমির সীমানা দেওয়ার পর এক পক্ষ অপর পক্ষের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। চোপড়া থানার মিলিক হরনখরি গ্রামের ঘটনা।
এলাকার বিজেপি সমর্থক হাসিবুর রহমান জানান, তিনি বিজেপিকে সমর্থন করেন বলে তৃণমূল কংগ্রেস তার বিরুদ্ধে এই আক্রমণ চালিয়েছে।জায়গার দখলকে কেন্দ্র করেই এই ঘটনা। আচমকা শনিবার সকালে বিরোধী দলের বেশ কয়েকজন তার বাড়িতে চড়াও হয়ে তাকে এবং তার স্ত্রীকে মারধর করে এবং তাদের ধানে আগুন লাগিয়ে দেয়।
অন্যদিকে বসিরুদ্দিন নামে অপর ব্যক্তি তথা তৃণমূল সমর্থক জানান, তার সীমানা এদিন সকালে ভাঙচুর করা হয়। এমনকি তার বাড়িতে বোম রেখে দেওয়া হয় বলেও অভিযোগ ।শুধু তাই নয়, তাদেরকে নিয়ে নিশানা করে দুষ্কৃতীরা এদিন পাথর ছোড়ে এবং তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়। যদিও এটির সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক জড়িত নয় বলে তিনি জানান। অন্যদিকে চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ জানান, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। জমির সীমানা নির্ধারণ নিয়ে শরিকি বিবাদের জন্যই এই ঘটনা ঘটেছে।