জন্ম নিল নতুন টেলিকম ব্র্যান্ড – ভিআই

ভারতের দুইটি সুপরিচিত ব্র্যান্ড ভোডাফোন ও আইডিয়া ‘ভবিষ্যতের জন্য একত্রিত’ হয়ে নিয়ে এল এক নতুন ব্র্যান্ড ‘ভিআই’ (Vi)। এক ভার্চুয়াল লঞ্চের মাধ্যমে ভোডাফোন আইডিয়া লিমিটেডের পক্ষ থেকে এই নতুন সংযুক্ত কনজিউমার ব্র্যান্ডের পরিচিতি ঘোষণা করা হয়েছে। ভোডাফোন আইডিয়া লিমিটেডের এমডি ও সিইও রবিন্দর টক্কর জানান, দুই বছর আগে ভোডাফোন ও আইডিয়া সংযুক্ত হয়েছিল। সেই থেকে প্রচেষ্টা চলছিল এই দুই বৃহৎ নেটওয়ার্ককে, কর্মীবাহিনীকে ও প্রক্রিয়াসমূহকে সংহত রূপ দেওয়ার জন্য। ভিআই’কে আনতে পেরে আনন্দ প্রকাশ করে তিনি বলেন, এই ব্র্যান্ড গ্রাহকদের জীবনে অর্থপূর্ণ পরিবর্তন আনবে। এই ব্র্যান্ড ইন্টিগ্রেশন শুধু বিশ্বের বৃহত্তম টেলিকম সংযুক্তিকরণ তা-ই নয়, এটি কোম্পানির ১ বিলিয়ন ভারতীয় গ্রাহককে মজবুত ৪জি নেটওয়ার্কের বিশ্বমানের ডিজিটাল এক্সপিরিয়েন্স প্রদানের পথে ভবিষ্যত-যাত্রার সূচনা। গ্রাহকদের চাহিদার পরিবর্তনের সঙ্গে সঙ্গতি রেখে ভবিষ্যতের উপযোগী ডিজিটাল নেটওয়ার্কে রূপান্তরিত হওয়ার জন্য ৫জি আর্কিটেকচারের অনেককিছু প্রয়োগ করতে হয়েছে। নতুন ব্র্যান্ড লঞ্চ চিহ্নিত করছে ডিজিটাল ইন্ডিয়া’র এক চ্যাম্পিয়ন হওয়ার পথে সংশ্লিষ্ট সকলের সন্তুষ্টিসাধন। কোম্পানির পক্ষ থেকে এই দুইটি ব্র্যান্ডের সংযুক্তিকে বিশ্বের বৃহত্তম টেলিকম ইন্টিগ্রেশন হিসেবে বর্ণনা করা হয়েছে। বর্তমান পরিবর্তনশীল সময়ে গ্রাহকদের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে ভিআই-কে সর্বদা-আস্থাভাজন এক ব্র্যান্ড রূপে গড়া হয়েছে। আরও ভাল আজ ও আগামীকালের পথে এটি গ্রাহকদের এগিয়ে যাওয়ার সঙ্গী হবে। ভিআই ভবিষ্যতের জন্য প্রস্তুত। কোম্পানির আশা, জীবনের অগ্রগতিতে ডিজিটাল সোসাইটি গঠনের সক্ষমতা প্রদান করবে ‘ভিআই’ ।