জন্মদিনের শুভেচ্ছার ধন্যবাদ বার্তায় যুবরাজকে ব্যাঙ্গ করলেন রোহিত শর্মা।

বৃহস্পতিবার ৩৩ বছরে পা দিলেন হিট-ম্যান রোহিত শর্মা। দেশ-বিদেশের পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সতীর্থরা তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। বিসিসিআই ও রোহিতের আইপিএল ফ্র্যাঞ্চাইজি মুম্বই ইন্ডিয়ান্সের থেকেও বার্তা এসেছে। প্রত্যেককে পৃথকভাবে ধন্যবাদ জানাতে ভোলেননি রোহিত। কিন্তু সর্বোপরি রসিকতার সুরে তাঁর মুম্বই ইন্ডিয়ান্সের সতীর্থ যুবরাজ সিংকে ব্যঙ্গ করতে পিছপা হয়নি রোহিত শর্মা। জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য যুবরাজ সিংকে ধন্যবাদ জানিয়ে রোহিত শর্মার টুইট, “চুল দেখেই বোঝা যাচ্ছে লকডাউন কীরকম প্রভাব তোমার উপর ফেলেছে।” শুক্রবার করা রোহিত শর্মার এই টুইট এখন নেট দুনিয়ায় ভাইরাল। দুই সতীর্থের এই খুনসুটি বেশ উপভোগ করছেন নেটিজেনরা।