ছয়মাস ধরে জলবন্দি ইংরেজবাজার, জাতীয় সড়ক অবরোধ স্থানীয়দের

দীর্ঘ ছয় মাস ধরে জলবন্দি হয়ে রয়েছেন ইংরেজবাজার পুরসভার তিন নম্বর ওয়ার্ডের অধিকাংশ বাসিন্দারা। এই দুর্দশার প্রতিবাদ জানিয়ে সোমবার সকাল থেকে সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন। এদিন মালঞ্চপল্লী এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কে হাতে বিভিন্ন ধরনের প্রতিবাদের প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভে বসে পড়েন সংশ্লিষ্ট এলাকার শতাধিক মহিলারা। তাঁদের অভিযোগ, দীর্ঘ ছয় মাস ধরে বৃষ্টি এবং ড্রেনের জলে জলবন্দি হয়ে রয়েছেন তাঁরা। ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ এবং স্থানীয় কাউন্সিলরের এব্যাপারে কোনও হেলদোল নেই । তাদের উদাসীনতার কারণে দূর্ভোগে পড়তে হয়েছে ৩ নম্বর ওয়ার্ডের শতাধিক বাসিন্দাদের।  তাই প্রতিকার চেয়ে এদিন ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। কোনরকম রাজনৈতিক ব্যানারে নয় , নিজেদের সমস্যা সমাধানে তাঁরা এই বিক্ষোভ, অবরোধ করতে বাধ্য হয়েছেন।

জানা গেছে এদিন সকাল থেকে শুরু হয় মালঞ্চপল্লী সংলগ্ন এলাকার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় স্থানীয়রা । ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ । পুরসভা এবং পুলিশের আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা ।

এলাকার বাসিন্দাদের অভিযোগ , এলাকার বেআইনি জমি ভরাটের জেরেই এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে । দিনের পর দিন তিন নম্বর ওয়ার্ডে জলাজমি ভরাট এবং স্থানীয় কাউন্সিলরের উদাসীন মনোভাবের জেরেই আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বছরের সিংহভাগই জলমগ্ন পরিস্থিতির মধ্যেই সকলকে কাটাতে হচ্ছে। বিভিন্ন সমস্যায় জেরবার এলাকার শতাধিক বাসিন্দারা এদিন বাধ্য হয়ে প্রতিবাদ জানিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন।