নিজস্ব সংবাদদাতা : বুধবার তিহার জেল থেকে ছাড়া পাওয়ার পর থেকে ফের গ্রেপ্তার হলেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদাম্বরম। তাঁকে এবার গ্রেপ্তার করল এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। প্রায় এক ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেপ্তার করে ইডি। আইএনএক্স মিডিয়া মামলায় তদন্তের স্বার্থেই তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন গোয়েন্দারা।
আইএনএক্স মিডিয়া মমলায় টাকা নয়ছয়ের অভিযোগে গত ৫ সেপ্টেম্বর চিদম্বরামকে গ্রেপ্তার করা হয়। তারপর থেকেই তিনি বন্দি রয়েছেন তিহার জেলে। মঙ্গলবারই ৭৪ বছরের এই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটকে অনুমতি দেয় বিশেষ আদালত। চিদাম্বরমকে নিজেদের হেফাজতে নিতে সিবিআই আদালতে আবেদন করবে ইডি। বৃহস্পতিবার হবে সেই মামলার শুনানি।
বুধবার সকালেই চিদাম্বরমকে দেখতে তিহারে যান তাঁর স্ত্রী নলিনী এবং ছেলে কার্তি। তাঁর বাবা এখনও মনোবল হারাননি বলে জানিয়েছেন কার্তি। তাঁকে ঘিরে তদন্তের নামে রাজনৈতিক নাটক চলছে বলে অভিযোগ করেছেন কার্তি।