খাসি ছাগল চুরি করার অপরাধে চোরকে ধরে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল আলিপুরদুয়ারের বারোবিশায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, চিরঞ্জিত রামায়ণ নামে আসামের কামানডাঙ্গার বাসিন্দা কুড়ি বছরের এক যুবক আজ সকালে একটি খাসি চুরি করে ধরা পড়ে ।পরবর্তীতে সেই যুবককে হাট কমিটির হাতে তুলে দেয় খাসির মালিক। এবং সেই যুবকের বাড়িতে খবর দিলে তার দিদি বারোবিশা হাটে এসে ইজারাদার এর সঙ্গে দেখা করলে ইজারাদার তাকে বলে হাট শেষ হলে এর বিচার হবে। এই কথা শুনে তার দিদি অনুরোধ করে ভাই যদি অন্যায় করে থাকে তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হোক। কিন্তু তা না করে ইজারাদার ও তার লোকজন সেই যুবকটিকে হাট কমিটির অফিসে চেয়ারের সঙ্গে বেঁধে রেখে দেয় ।সেখান থেকে নিরাশ হয়ে তার দিদি চলে যায় পরিচিতদের সঙ্গে কথা বলে কোন একটা সুরাহার রাস্তা খোঁজার জন্য। কিন্তু কিছুক্ষণ পরেই তার দিদি খবর পায় যে চিরঞ্জিত ফাঁসি লাগিয়ে আত্মহত্যা করেছে।
খবর পেয়ে ছুটে এসে তিনি দেখেন ভাই এর মৃতদেহ হাট কমিটির অফিসে ফাস লাগানো অবস্থায় ঝুলছে। খবর পেয়ে বারোবিশা আউটপোস্ট এর পুলিশ ঘটনাস্থলে আসে। বিজেপির কুমারগ্রাম বিধানসভার সংযোজক বাবুল সাহা ও হাটের দোকানদারদের অভিযোগ ঘটনাটি আত্মহত্যার নয় তাকে মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে এর সঠিক তদন্ত হওয়া উচিত। তার কারণ হিসেবে তারা বলছেন ছেলেটির দেহ ফাঁস লাগানো অবস্থায় ঝরলেও তার পা দুটি ঘরের মেঝের সঙ্গে ভালোভাবে ছুয়ে আছে আছে। তাই এটি আত্মহত্যার ঘটনা হতে পারেনা। যদিও ইজারাদার আনন্দ কুন্ডু জানান ক্ষিপ্ত জনতার হাত থেকে বাঁচাতে ওকে ঘরে রাখা হয়েছিল। যদিও ইজারাদার এর বিরুদ্ধে নানা অভিযোগ করেন ব্যবসায়ীরা।