ছবির মতোই এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ

বড়সড় ফিচার্স নিয়ে খুব শিগগিরই হাজির হচ্ছে WhatsApp। এবার টাকাও পাঠানো যাবে WhatsApp-এ। ঠিক যে ভাবে WhatsApp-এ ছবি, ভিডিয়ো পাঠানো যায়, এবার সে ভাবে টাকাও পাঠানো সম্ভব হবে। Facebook-এর তরফে এ দিন জানানো হয়েছে, প্রাথমিক ভাবে WhatsApp Payment ফিচারটি আপাতত ব্রাজিলেই লঞ্চ হয়েছে। পরবর্তীতে তা অন্যান্য দেশেও যোগ করা হবে। ইতিমধ্যেই ভারতে বেটা টেস্টিংও (Beta Testing) হয়ে গিয়েছে।

আপাতত এই ফিচার্স কাজ করবে Facebook Pay-র মাধ্যমে। সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী কিছুদিনের মধ্যেই Facebook Pay, Facebook-এর যাবতীয় অ্যাপ্লিকেশনে ট্রানজাকশনের জন্য চলে আসবে। পাশাপাশিই সংস্থা এ দিন আরও জানিয়েছে, ব্রাজিলই বিশ্বের প্রথম দেশ যেখানে WhatsApp-এর এই পেমেন্ট ফিচার্স খুবই বড় মাত্রায় চালু করা হয়েছে।