ছটপুজো জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা

২০ নভেম্বর ছটপুজো৷ এই পুজো উপলক্ষ্যে রবীন্দ্র সরোবরে আর ফুল–মালা ভাসিয়ে পুজো করা যাবে না বলে জানিয়ে দিয়েছে গ্রিন ট্রাইব্যুনাল। পুণ্যার্থীদের জন্য কৃত্রিম জলাশয় তৈরি করছে কলকাতা পুরসভা৷ এই বছর বেশি কৃত্রিম জলাশয় তৈরি করা হবে৷ কলকাতা পুরসভা সূত্রে খবর, চলবে বিশেষ নজরদারি৷ মাস্ক পরা বাধ্যতামূলক৷ কলকাতা পুরসভার পক্ষ থেকে সব ঘাটে মাস্ক বিলি করা হবে৷ ছটপুজোয় পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধে না হয় তার জন্য গঙ্গার ঘাট ও কৃত্রিম জলাশয়গুলিতে পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে। ঘাটে থাকবে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও৷