রাজ্যের মুখ্যমন্ত্রীর ঘোষণামতো ইসলামপুরের চোপড়ায় স্থানীয় দুর্গাপুজা কমিটিগুলিকে পঞ্চাশ হাজার টাকা অনুদানের চেক তুলে দিলেন ইসলামপুর থানার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক মন্ডল। জানা গেছে এদিন চোপড়ার কাঁচাকালী হাটে এদিন প্রায় নব্বই টি ক্লাবকে অনুদান তুলে দেওয়া হয় । ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল জানান, যারা এখনো চেক পাননি তাদের অবিলম্বে প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে বলা হয়েছে। এবং পূজা সম্পর্কিত সমস্ত সরকারি গাইডলাইন পূজা কমিটির কাছে তুলে ধরা হয়েছে। এখন পর্যন্ত ইসলামপুর পুলিশ জেলায় মোট ৩৮৯ টি পুজো কমিটিকে চেক তুলে দেওয়া হয়েছে ।
অন্যদিকে চোপড়ার বিধায়ক হামিদুর রহমান জানান, লকডাউন এর জন্য বাংলার দুর্গোৎসবে সমস্যা হচ্ছিল। তাই একটি অনুদান পৌঁছে দিয়ে এই উৎসবকে এগিয়ে নিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। অথচ এ বিষয়ে সরব হয়েছে বিরোধীরা তিনি বিরোধীদের সমালোচনায় মুখর হয়ে ওঠেন । পাশাপাশি চোপড়া পঞ্চায়েত সমিতির সভাপতি মহম্মদ আজাহার উদ্দিন জানান, পূজা উপলক্ষে আমরা যেন কোন গুজবে কান না দেই এবং অযথা আতঙ্কিত না হয়ে পড়ি।