চুরি হওয়া বাইক উদ্ধার করলো পুলিশ

চোরাই বাইক উদ্ধারে পুনরায় সাফল্য পেল মালদা থানার পুলিশ।গত ৯ তারিখে গাজোলে এবং কালিয়াচক থেকে বাইক চুরির 5 জন পান্ডা কে গ্রেপ্তার করলো পুলিশ ‌‌। এবং সূত্রের খবর, তাদের ওপর ভিত্তি করে উদ্ধার করা হয় ১৬ টি বাইক মোট তিন দফায় অর্থাৎ 10 দিনে 25 খানা চোরাই বাইক উদ্ধার হয়। জানা গেছে এই বাইক চুরির মূল পান্ডা মধ্যে রয়েছে বৈষ্ণবনগর এর মন্টু মিয়া ,সে জানায় বাইক চোর দের কাছ থেকে তারা বাইক নিয়ে গাড়ির রং এবং নাম্বার প্লেট চেঞ্জ করে বাজারে বিক্রি করতো। মালদা থানার পুলিশের ধারণা ধৃতদের আবার হেফাজতে নেওয়ার পর আরো প্রচুর বাইক উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে।
তাই আজ ধৃত পান্ডা দের পুনরায় সাত দিনের জেল হেফাজতের দাবি নিয়ে জেলা আদালতে পাঠানো হয় ।