চুম্বনের কোলাজ

(অঞ্জনা দে ভৌমিক)

দুজনের গল্প এক চিলতে স্বপ্ন,
তুমুল কালবোশেখী, ঘাসের উপর পরে থাকা এক বাদামী বিকেল আর মায়াবী সন্ধ্যা
তুমি আমি সামনাসামনি।
স্মৃতির শিকর বাকর যেন শূন্য নদীর মতন,
চোখের ছায়ায় জোছনা মেঘ সমুদ্র রঙা আঁচলে
হলুদ পাতার মত টুপটাপ ঝরে যায়
বিবর্ণ ভালোবাসা
শব্দরা তখন বাউন্ডুলে মুশাফীর
অমলতাসের ছায়ায় শেষবারের মত ছুঁয়ে আছে আগামী তোমার বুকে চুম্বনের কোলাজ
ধীরে ধীরে নদী রাখলাম বুকে,
যেভাবে মেঘ হয়, লাজুক বৃষ্টি হয়
নদী ছোঁয়া বুক আর জীবনের
গল্প বয়ে চলে নিঃশব্দ অভিমানে,
মিষ্টি অভ্যাসে
তোমাকে খুব মনে পড়ে কয়েকটি হাজার রাতে, এলোমেলো কথার তোড়জোড়ে
তবুও, অনন্ত কাল শুয়ে আছি
চোখের ভাষা না বুঝে।

You May Also Like

More From Author