করোনা ভাইরাস আর লকডাউনের মধ্যে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনার তরফ থেকে HDFC ব্যাংকের অংশিদারিত্ব কিনেছিল। এরপর চীনের সাথে ভারতের সীমান্ত নিয়ে উত্তেজনার পর মোদী সরকারের তরফ থেকে একের পর এক চীনে সাথে বাণিজ্যিক সম্পর্ক ভেঙে দেওয়া হল।
এরপর সরকার বিদেশী বিনিয়োগের নিয়মে বদল এনে সেটিকে আরও কড়া করে দেয়। এরফলে চীনের সেন্ট্রাল ব্যাংক পিপলস অফ চাইনা ভারতের বেসরকারি সেক্টরে সবথেকে বড় হাউসিং কোম্পানি HDFC থেকে নিজেদের অংশিদারিত্ব বিক্রি করে দেয়। এপ্রিল মাসে পিপলস ব্যাংক অফ চাইনা HDFC তে ১.০১ শতাংশ শেয়ার কিনে ৩ হাজার ৩০০ কোটি টাকার বিনিয়োগ করেছিল।