চীনের বিরুদ্ধে আবারও সরব অধীর চৌধুরী
লাদাখ সীমান্তে ভারত-চীনের মধ্যে উত্তেজনার পারদ নামার নামই নিচ্ছে না। আর এর মধ্যে সীমান্ত বিবাদ নিয়ে কংগ্রেস নেতা তথা বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী চীনকে একহাতে নিলেন। উনি বলেন, চীন যেই ভাষা বোঝে সেই ভাষাতেই কথা বলা উচিৎ সরকারের। কংগ্রেস নেতা বলেন, আমাদের হাতিয়ার গুলো ডিম পারার জন্য না।
অধীর চৌধুরী একটি ট্যুইটে লেখেন, ‘ওদের ভাষাতেই কড়া জবাব দিতে হবে আমাদের। আমাদের সেনার কাছে যে হাতিয়ার গুলো আছে, সেগুলো ডিম পারার জন্য না। চীনের আক্রমণাত্বক স্বভাবের যোগ্য জবাব দিতে হবে।” উনি আরও লেখেন, ‘ভারতের সুরক্ষা আর অখণ্ডতা ভাঙতে চীন লাগাতার আমাদের জমি কবজা করে আসছে। আমরা লাল ফৌজের সামনে মাথানত করার ঝুঁকি নিতে পারব না।”
অধীর চৌধুরী বলেন, আমাদের সমস্ত প্রচেষ্টার পর সীমান্তে উত্তেজক পরিস্থিতি বজায় আছে। আর সেই কারণেই আমাদের ২০ জন বীর জওয়ান দেশ রক্ষার জন্য সর্বোচ্চ বলিদান প্রাপ্ত করলেন। কিছুদিন আগে তিনি একটি ট্যুইট করে লেখেন, বর্তমানে সীমান্তে কি হচ্ছে সেটা জানার অধিকার গোটা দেশের মানুষের আছে। ভারতবাসীর কাছে কোনকিছু লুকোনোর প্রয়োজন নেই। উনি বলেন, আমরা কোন সান্ত্বনা চাই না। আমাদের সাথে কোনরকম লুকোচুরি খেলবেন না। যা হয়েছে প্রকাশ্যে জানান আমরা সবাই বাস্তবতা মেনে নিতে প্রস্তুত। এখানেই থেমে থাকেন নি অধীর বাবু। তিনি আরও বলেন, আমরা অর্ধেক রুটি খেয়ে থাকব তাও ভালো, কিন্তু চীনের বিরুদ্ধে বদলা নিতেই হবে।