চিন্তা বাড়ছে বাংলায়

নির্বাচনী আবহে নতুন করে চিন্তা বাড়াচ্ছে রাজ্যের করোনা মৃত্যুর সংখ্যা। হঠাৎ করেই এক ধাক্কায় পালটে গেল বাংলার চিত্র। লাফিয়ে বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। আর এই বৃদ্ধিতে সবচেয়ে বেশি অবদান কলকাতা ও হাওড়ার। রাজ্য স্বাস্থ্য দফতরের মঙ্গলবারের প্রকাশিত বুলেটিন অনুযায়ী,  গত ২৪ ঘণ্টায় বাংলায় কোভিড আক্রান্ত হয়েছেন ২৮৩ জন। একদিনে বাংলায় মৃত্যু হয়েছে ৪ জনের। বাংলায় সংক্রমণের ফলে মৃত্যুও এখনও দুশ্চিন্তায় রাখছে বিশেষজ্ঞদের।