অতি ক্ষুদ্র চিনির দানায় ভারতের জাতীয় পতাকা একে ইন্টারন্যাশনাল বুক অফ রেকর্ড গড়ল ময়নাগুড়ির ঋষিকেশ রায়।জানা গিয়েছে সে মাত্র ০.২ বর্গ মিলিমিটার অতি ক্ষুদ্র চিনির দানার উপরে জাতীয় পতাকা এঁকে তাক লাগিয়েছে। ঋষিকেশের এই প্রতিভায় অবাক ময়নাগুড়ি তথা উত্তরবঙ্গের মানুষ।
ঋষিকেশ জানিয়েছে তার এই ক্ষুদ্র পতাকা আঁকতে সময় লেগেছে ৩০ মিনিট।যদিও ঋষিকেশ এই অঙ্কন বিদ্যা কোনো প্রতিষ্ঠান থেকে শেখেনি।ঋষিকেশের বাবা জানিয়েছেন আর্থিক অনটনের জন্য তাঁর ছেলেকে উৎসাহ দিতে পারে নি।কিন্তু ঋষিকেশের এই সাফল্যে গর্বিত তার দিন মজুর বাবা।ঋষিকেশ বর্তমানে সুকান্ত মহাবিদ্যালয়ে এডুকেশন অনার্সে তৃতীয় বর্ষে পড়াশোনা করছে।অতি ক্ষুদ্র চিনির দানার উপর জাতীয় পতাকা এঁকে সবাইকে বিস্মিত করে দিয়েছে সে। তার এই সাফল্যে খুশি প্রতিবেশী ও বন্ধুমহল