চিনা দ্রব্য বেচলে ডিসক্লেমার দিন’ অ্যামাজন, ফ্লিপকার্টের কাছে দাবি

লাদাখের গালওয়ান উপত্যকায় চিনা হামলায় জের। চিনকে আর্থিকভাবে কোণঠাসা করতে রেল থেকে টেলিকম সহ একাধিক পরিষেবায় চিনা যন্ত্র বয়কটের সিদ্ধান্ত ভারতের। এদিকে দেশ জুড়ে চিনা দ্রব্য বয়কটের কথা বলছেন একাধিক বিশিষ্ট ব্যক্তি। এবার অ্যামাজন, ফ্লিপকার্ট সহ অনলাইন বিপণনী সাইটগুলিকে চিনা দ্রব্য বিক্রির আগে ডিসক্লেইমার দেওয়ার বার্তা দিলেন অভিনেতা পরেশ রাওয়াল।

লাদাখে ভারত-চিন সংঘর্ষে উত্তপ্ত গোটা দেশের রাজনীতি। গোটা দেশ জুড়ে বলা হচ্ছে সমস্ত চিনা পণ্য বয়কট করার কথা। এই আবহেই চিনা দ্রব্য বিক্রি নিয়ে ট্যুইট করলেন বলি অভিনেতা পরেশ রাওয়াল। ট্যুইটারে পরেশ লেখেন, ‘হ্যালো অ্যামাজন, ফ্লিপকার্ট, স্ন্যাপডিল সহ সমস্ত অন্যান্য অনলাইন বিপণনী সাইট, যদি আপনারা চিনা পণ্যদ্রব্য বিক্রি করেন, তাহলে দয়া করে তাদের ওপর একটি ডিসক্লেইমার দিন। একজন ক্রেতা হিসাবে আমি জানতে চাই আমি যে দ্রব্য কিনছি তা কোথায় তৈরি হচ্ছে।’