চিনা আগ্রাসনে সীমান্তের নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র

বারবার ভারতীয় সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা করছে চিনা আগ্রাসন। এই পরিস্থিতিতে দেশের অন্যান্য সীমান্তেও যাতে কোনও রকমের উত্তেজনা তৈরি না হয়, তার জন্য নজরদারি জোরদার করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক সশস্ত্র সীমা বলকে নির্দেশ দিয়েছে নজরদারি বাড়ানোর। এই বাহিনী ইন্দো-নেপাল ও ভুটান সীমান্তে নজর রাখে।

নির্দেশ মতো উত্তরখাণ্ড ও সিকিমে ভারত-নেপাল সীমান্তে অতিরিক্ত নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। উত্তরাখণ্ড ও সিকিমের ট্রাই-জাংশান এলাকায় অতিরিক্ত ৮০ কোম্পানি বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও খবর। সিকিমের ট্রাই-জাংশান এলাকা, অর্থাৎ যেখানে ভারত, চিন ও তিব্বত মিলেছে, সেই এলাকা খুবই গুরুত্বপূর্ন বলে জানানো হয়েছে। উত্তরাখণ্ডের কালাপানি এলাকাতেও সেনাকে অতিরিক্তি সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। অনেক এলাকায় অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে বলেও জানা গিয়েছে।