চিনকে চাপে রাখতে বায়ুসেনার পরিকল্পনা

ভারতের অনুরোধ দ্রুত বায়ুসেনার হাতে রাফাল যুদ্ধবিমান তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ফ্রান্স৷ এ সপ্তাহেই ভারতীয় বায়ুসেনার কমান্ডারদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে৷ সেখানেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে৷ আগামী ২৭ জুলাই প্রথম পর্যায়ে অম্বালা এয়ারবেসে পৌঁছতে পারে ৬টি রাফাল যুদ্ধবিমান৷ বায়ুসেনার এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, রাফাল যুদ্ধবিমান ওড়ানো এবং তার মাধ্যমে অত্যাধুনিক অস্ত্রের ব্যবহার করার জন্য গত ১ বছর ধরে ফ্রান্সে প্রশিক্ষণ নিয়েছেন বায়ুসেনার অফিসাররা৷ আগামী ২২ থেকে ২৪ জুলাই নয়াদিল্লিতে বায়ুসেনার শীর্ষ আধিকারিকদের বৈঠক রয়েছে৷ সেখানেই রাফালের ব্যবহার এবং চিনের আগ্রাসী মনোভাবের পাল্টা কী রণনীতি তৈরি করা হবে, সেই কৌশল নিয়ে আলোচনা হওয়ার কথা৷ ফ্রান্সের থেকে ৫৯০০০ কোটি টাকার বিনিময়ে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কিনছে ভারত৷ ২৯ ফাইটার জেট, সুখোই ৩০এস, অ্যাপাচে এএইচ-৬৪ই অ্যাটাক হেলিকপ্টার, চিনুক হেলিকপ্টারের মতো নিজেদের সেরা অস্ত্রগুলিকে লাদাখ এবং তার সংলগ্ন এলাকায় নজরদারি চালানোর কাজে ব্যবহার করছে বায়ুসেনা৷ এর সঙ্গে রাফাল জুড়ে গেলে ভারতের শক্তি অনেকটাই বাড়বে৷