বিজেপির বিরুদ্ধে চা বাগান উপড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের তরফে। এই ঘটনাকে কেন্দ্র করে চোপড়া থানার মের্ধাবস্তি এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, সোমবার রাতে বিজেপির দুষ্কৃতীরা চা বাগানের প্রায় পাঁচশ চা গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেয়। সংশ্লিষ্ট বিষয়ে পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন চা বাগানের মালিক তথা স্থানীয় তৃণমূল নেতা ও গ্রাম পঞ্চায়েত সদস্যার স্বামী মহম্মদ গোফুর । পুলিশ এসে প্রাথমিক তদন্ত করে গিয়েছেন বলেও জানান তিনি। তার অভিযোগ, ঘটনাটি বিজেপি প্রার্থী শাহীন আক্তারের নেতৃত্বেই হয়েছে। তিনি তৃণমূল কংগ্রেস করেন এবং তাকে বেশ কয়দিন ধরে চুপ করে থাকতে বলা হয়েছিল বিজেপির তরফে। তাকে একাধিক হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। এর পরেই এই ঘটনা। এই ঘটনার জেরে চরম আর্থিক সঙ্কটের মুখোমুখি এসে দাঁড়িয়েছেন তিনি । যদিও চোপড়া বিধানসভার বিজেপি প্রার্থী শাহিন আক্তার বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। বরং তাদের দলের সদস্যদের হাজার হাজার নার্সারি গাছ উপড়ে ফেলে নষ্ট করে দেওয়া হয়েছে এবং এ ঘটনায় অভিযুক্ত তিনিই। পাশাপাশি সম্প্রতি বিজেপি কর্মীদের উপর হামলা এবং হুমকি দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল থানায়। কিছুদিন আগে তার শাসানি মূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে বিজেপির এজেন্টদের বুথে বসলে ৫০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে বলে হুঁশিয়ারি দেন। সেই বিষয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই মামলাকে হালকা করার জন্য তিনি নিজেই তার গাছ উপড়ে এই ঘটনা ঘটিয়েছেন এবং দোষারোপ করছেন বিজেপির বিরুদ্ধে। বিজেপির কোনো নেতাকর্মী এ ধরনের ঘটনা ঘটাতে পারেন না বলে দাবি তার।