চা-বলয়ের মানুষের মধ্যে স্বনির্ভরতা বাড়াতে উদ্যোগী এসএসবি

চা-বলয়ের মানুষকে আরও স্বনির্ভর করতে উদ্যোগী হল এসএসবি জাওয়ানরা । এদিন এসএসবি ৩৪ নম্বর ব্যাটিলিয়নের হিন্দুস্থান মোড় উদ্যোগে আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রহিমাবাদ চা-বাগান এলাকার যুবক যুবতীর স্বনির্ভর করতে শুরু হল বিভিন্ন প্রশিক্ষণ শিবির । চা-বলয়ের পিছিয়ে পরা ছেলে মেয়েদের নিয়ে তাঁদের লক্ষ্য এদিন রহিমাবাদ চা-বাগান এলাকার ১২নম্বর এসএসবি ক্যাম্পে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ সূচনা হয় । এলাকার মহিলাদের জন্য বিউটিশিয়ান ছেলেদের জন্য মোটর ড্রাইভিং ইলেকট্রিক যত্রাংশ মেরামতের প্রশিক্ষণ এবং কম্পিউটার ট্রেনিং শুরু হয় । এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এসএসবির ডিআইজি পারশিট বিহারী ক্যামন্ডেট রাজেশ কুমার সহ উচ্চপদস্থ আধিকারিকরা এবং এলাকার শিক্ষক মহম্মদ আবদুল গনী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা ।

এই বিষয়ে প্রশিক্ষণ শিক্ষক মহম্মদ আবদুল গনী বলেন,চা-বলয়ে মানুষদের আমরা আরও স্বনির্ভর করতে পিছিয়ে পরা ছেলে মেয়েদের খোঁজ করে তাঁদের দিয়ে বিভিন্ন প্রশিক্ষণ শুরু করা হয়েছে কম্পিউটার এই সময় খুবই গুরুত্বপূর্ণ তাই ছেলেমেয়েদের কম্পিউটার ট্রেনিং দেওয়া শুরু হয়েছে কোর্স সমাপ্ত হলে তাঁদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হবে ।