অবশেষে রাজ্যবাসীর দাবী মেনে নিল রেল কর্তৃপক্ষ। প্যাসেঞ্জার ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল রেল। করোনার সমস্ত সুরক্ষাবিধি মেনেই আগামি ২রা ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে চলবে ৫৪টি পাসেঞ্জার ট্রেন। টুইট করে জানালেন রেলমন্ত্রী পীযূষ গয়াল। উপকৃত হবেন সাধারণ মানুষ। লকডাউনের জেরে প্রায় ৮মাস বন্ধ থাকার পর অবশেষে রাজ্যে চালু হয়েছে লোকাল ট্রেন পরিষেবা। তবে এখনই শুরু হচ্ছে না দক্ষিণ-পূর্ব রেল পরিষেবা।