চারদিনের সফরে আজ শিলিগুড়িতে মুখ্যমন্ত্রী

আজ উত্তরবঙ্গ সফরে শিলিগুড়ি এসে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । কোভিড পরিস্থিতিতে দীর্ঘ আটমাস শিলিগুড়ি তথা উত্তরবঙ্গে আসছেন মুখ্যমন্ত্রী । জানা গেছে বাগডোগরা বিমান বন্দরে নেমে মুখ্যমন্ত্রীর কনভয় সোজা চলে যাবেন উত্তরকন্যায় । উত্তরবঙ্গের সমস্ত জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠকে যোগ দেবেন । আলোচনা হবে উত্তরবঙ্গের কোভিড পরিস্থিতি নিয়েও ।

বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রীর এই উত্তরবঙ্গ সফর রাজনৈতিক মহলে তাৎপর্যপূর্ণ । উল্লেখ্য আগামী আট নয়মাস পরে(যদিও দিনক্ষণ ঘোষণা হয়নি) বিধানসভা নির্বাচন হচ্ছে ধরে নিয়ে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল কোভিড পরিস্থিতিতেও তাদের কর্মসূচি চালাচ্ছে । সেই মুহূর্তে শিলিগুড়িতে চারদিন ঘাঁটি গেড়ে উত্তরের পরিস্থিতিকে নিজের চোখে সরেজমিনে খতিয়ে দেখতেই এই সফর বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল ।