চাপের মুখে পিছু হটল সিইএসসি

চলতি মাসে ইলেকট্রিক বিল পেয়ে অনেক সিইএসসি গ্রাহকেরই মাথায় হাত পড়েছে। বিপুল পরিমাণ টাকার বিল পাঠিয়েছে সিইএসসি। গত ক’দিন ধরেই প্রবল চাপের মধ্যে সংস্থা। তাদের যুক্তি ছিল জুন মাসের বিলের মধ্যে এপ্রিল ও মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। ওই সময়ে লকডাউন চলায় মিটার রিডিং হয়নি বলে অনেকের কাছেই কম টাকার বিল গিয়েছিল।

এবার রবিবার রাতে সিইএসসি টুইট করে জানাল, এখন পুরনো মাসের টাকা দিতে হবে না। শুধু মাত্র জুন মাসে যে পরিমাণ বিদ্যুৎ ব্যবহার করা হয়েছে তার বিলই মেটাতে হবে। তবে এর জন্য নতুন বিল আসবে কিনা কিংবা এলে তা কবে আসবে সে ব্যাপারে এখন কিছুই জানানো হয়নি। একই সঙ্গে সিইএসসি জানিয়েছে এই সম্পর্কে খুব শীঘ্রই গ্রাহকদের বিস্তারিত জানানো হবে। তবে একটা বিষয়ে স্পষ্ট করা হয়েছে যে, সর্বশেষ যে বিল পাঠানো হয়েছে তার ডিউ ডেট অর্থাৎ বিল জমা করার সময়সীমা বাড়ানো হবে।