চাকরির দাবিতে তিস্তা ভবনের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ ল্যান্ডলুজারদের

মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরকালেই চাকরির দাবিতে এশিয়ান হাইওয়ে আটকে রেখে বিক্ষোভ দেখাল জলপাইগুড়ি জেলা ল্যান্ডলুজার কমিটি। জানা গেছে দীর্ঘদিন ধরে চাকরির দাবিতে এই আন্দোলন ধাপে ধাপে চালিয়ে যাচ্ছে তারা।এদিন তিস্তা ভবনের প্রশাসনিক অফিসে তালা ঝুলিয়েও বিক্ষোভও দেখান তারা। ল্যান্ডলুজারদের দাবি তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে তারা তিস্তা সেচ খালের জন্য জমি দিয়েছিলেন। তাদের মধ্যে কয়েকজন জমিদাতা চাকরি পেলেও অধিকাংশ জমিদাতাই এখনো চাকরি পাননি।

যদিও পুলিশ তাদের বুঝিয়ে সুঝিয়ে রাস্তা থেকে উঠিয়ে দেয়। রাস্তা থেকে উঠে গিয়েই তারা তিস্তা প্রশাসনিক ভবনের সমস্ত কর্মী এবং আধিকারিকদের বের করে অফিসে তালা ঝুলিয়ে দেয়। প্রসঙ্গত আর কিছুক্ষন পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের এই রাস্তা ধরেই উত্তরকন্যায় যাওয়ার কথা রয়েছে।