চাকরিতে নিয়োগের দাবিতে বিক্ষোভ

নিয়োগের দাবি নিয়ে আজ বিক্ষোভ ধর্নায় বসল পরীক্ষায় উত্তীর্ণ আশাকর্মীপ্রার্থীরা । জানা গেছে চাকরির নিয়োগ প্রক্রিয়া হওয়া সত্ত্বেও তিন বছর অতিক্রান্ত হয়েছে, কিন্তু শূন‍্যপদ শূন‍্য থাকায় আশা কর্মীদের বিক্ষোভ। প্রার্থীদের অভিযোগ ২০১৮ সালে নিয়োগ প্রক্রিয়ার জন‍্য সমস্ত রকমে পরীক্ষা হয়েছিল।কি কারণে এখন পর্যন্ত শূন‍্যপদ ভরাট হয়নি তা অজানা।

বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে বিক্ষোভ প্রদর্শন করেন শিলিগুড়ির সিএমওএইচ দপ্তরে।দার্জিলিং জেলা আশাকর্মী ইউনিয়নের সম্পাদিকা নমিতা চক্রবর্তী জানান অনেকবার মহকুমাশাসক, ও চিফ মেডিকেল হেল্থ অফিসারকে এই বিষয় নিয়ে স্মারকলিপ দিয়ে জানানো হলেও কোন সুফল মেলেনি। তাই আজ যতক্ষণ না পর্যন্ত সঠিক উত্তর পাবো আমরা এখানে বসে থাকবো ।