নয়াদিল্লি: চীনা পণ্যের পর চাইনিজ খাবার বয়কটের ডাক। লাদাখে চিনা সেনাবাহিনীর তাণ্ডবের জবাবে চাইনিজ খাবার বয়কটের ডাক দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে। তিনি এও বলেন, ‘যেসব হোটেল এবং রেস্তরাঁয় চিনা খাবার পরিবেশন করা হয়, সেগুলি বন্ধ করে দেওয়া হোক। যাঁরা চাইনিজ খাবার পছন্দ করেন, তাঁদেরও সেই খাবার না খেতে আহ্বান জানাচ্ছি। চাইনিজ রেস্তরাঁ ও হোটেল বন্ধ করার জন্যও সব রাজ্যের নির্দেশিকা জারি করা উচিত।’ আটওয়ালের এই আবেদনে অনেকেই সাড়া দিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে নেটিজেনদের অনেকেই এর বিরোধিতা করেছেন। অনেকেই বলেছেন, দেশে যে চাইনিজ রেস্তরাঁগুলি রয়েছে, সেগুলির বেশিরভাগেরই মালিক ভারতীয়। এবং সেখানে ভারতীয়রাই কাজ করছেন। যদি রেস্তরাঁগুলি বন্ধ হয়ে যায়, তাহলে দেশেরই বহু মানুষ কাজ হারাবেন। এদিকে, চীনা আগ্রাসন থেকে দেশকে রক্ষা করতে লাদাখে শহিদ হওয়া ভারতীয় সেনাদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করল বিজেপি। দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বৃহস্পতিবার সকালে ট্যুইট করে দলের যাবতীয় রাজনৈতিক কর্মসূচি দু’দিনের জন্য বন্ধ রাখার কথা ঘোষণা করেন।
চাইনিজ খাবার বয়কটের ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী আটওয়ালে
