চলে যাবার পর

একদিন অনেক দূর খুব যত্ন করে চলে যাব,

পিপীলিকার বাসা বানিয়ে লুকিয়ে রইব মাটির নীচে,
মিসিং ডাইরি, খবরের কাগজে বিজ্ঞাপন
দিয়ে ও হদিস পাবে না।

আমার জন্য এক কোটি ব্যস্ত হলেও পাবে না আমায় তখন,
কোটি কোটি বার কাঁদলেও আর পাবে না।

তোমার নিদ্রাহীন রাত গুলো তখন হয়ে যাবে তোমার কাছে কয়েক হাজার কোটি বছর।
এক একটি ভাতের দানা হয়ে যাবে এক একটা বিশ্বাস ভাঙ্গার গল্প।
মনে পড়বে সব তোমার – ঠিক পড়বে।
তোমার মনে বাবুই পাখির খালি বাসা টা
শিষ দিয়ে জানান দেবে
যাও যাও আরো প্রবন্চক হও।