চলতি বছর মুক্তি পাচ্ছে না ‘সূর্যবংশী’ ও ‘৮৩’

চলতি বছরের বড়দিনে মুক্তি পাচ্ছে না কবীর খান পরিচালিত ‘৮৩’ । মুক্তি পাবে না রোহিত শেট্টি  পরিচালিত ‘সূর্যবংশী’ও। চলতি বছরে সিনেপ্রেমীদের এই দুই আশা পূরণ হচ্ছে না। ‘৮৩’ ছবিতে স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রণবীর। সে ছবির মুক্তি পাওয়ার কথা ছিল ১০ এপ্রিল। ‘সূর্যবংশী’ ছবিতে অক্ষয় কুমারের বিপরীতে অভিনয় করেছেন ক্যাটরিনা কাইফ। বড়দিনে আর খুব বেশি দেরি নেই। এই অল্প সময়ে ছবির মার্কেটিং ক্যাম্পেন পরিকল্পনা করা সম্ভব নয়। সেই কারণেই পরের বছর ছবির মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি এবং এপ্রিলে দু’টি ছবির নতুন মুক্তির তারিখ ঠিক করা হবে।