ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল

বাংলায় ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় যশ । আগামী বুধবার সন্ধ্যায় আছড়ে পড়তে পারে সাইক্লোন। যশ মোকাবিলায় তৎপর প্রশাসন। ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতি রুখতে ইতিমধ্যেই প্রস্তুতি নিচ্ছে প্রশাসন। এবার ঘূর্ণিঝড়ের জেরে দক্ষিণ-পূর্ব রেল শাখায় একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।

আগামী ২৫, ২৬ ও ২৭ মে বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-হাওয়া , হাওড়া-ভুবনেশ্বর, পুরী হাওড়া, হাওড়া-পুরী স্পেশাল এক্সপ্রেস ট্রেন। ২৫ ও ২৬ মে বাতিল করা হয়েছে হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেস। ২৪ ও ২৫ মে বাতিল করা হয়েছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস, গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস। ২৭ ও ২৮ মে বাতিল থাকছে বেঙ্গালুরু-গুয়াহাটি এক্সপ্রেস। ২৩ মে বাতিল করা হয়েছে নাগেরকয়েল-শালিমার এক্সপ্রেস। ২৬ মে বাতিল করা হল শালিমার-নাগেরকয়েল এক্সপ্রেস।

২৪ মে বাতিল করা হয়েছে হাওড়া-কন্যাকুমারী এক্সপ্রেস। ২৯ তারিখ বাতিল থাকছে কন্যাকুমারী-হাওড়া এক্সপ্রেস। ২৫, ২৬ ও ২৭ মে বাতিল থাকছে সেকেন্দ্রাবাদ-হাওড়া এক্সপ্রেস। ২৪, ২৫ ও ২৬ মে বাতিল করা হয়েছে হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস। ২৩, ২৪ ও ২৫ মে বাতিল করা হয়েছে নয়া দিল্লি-পুরী এক্সপ্রেস। ২৪, ২৫ ও ২৬ মে বাতিল নয়া দিল্লি-পুরী এক্সপ্রেস। ২৪ মে বাতিল আনন্দবিহার-ভুবনেশ্বর স্পেশাল এক্সপ্রেস। ২৬ মে বাতিল ভুবনেশ্বর-নয়া দিল্লি এক্সপ্রেস। ২৪ ও ৬ মে বাতিল করা হয়েছে আনন্দবিহার-পুরী এক্সপ্রেস। পুরী-আনন্দবিহার এক্সপ্রেস বাতিল করা হয়েছে ২৫, ২৬ ও ২৭ মে। হাওড়া-চেন্নাই এক্সপ্রেস বাতিল করা হয়েছে ২৪, ২৫ ও ২৬ মে। চেন্নাই-হাওড়া ট্রেনও ওই দিনগুলিতে বাতিল থাকছে। ২৫ মে বাতিল করা হয়েছে ভুবনেশ্বর-নয়া দিল্লি, ২৪ ও ২৬ মে বাতিল নয়া দিল্লি-ভুবনেশ্বর এক্সপ্রেস। ২৬ ও ২৭ মে বাতিল রৌরকেলা-ভুবনেশ্বর এক্সপ্রেস।

২৪, ২৫ ও ২৬ মে বাতিল থাকছে যশবন্তপুর-হাওড়া এক্সপ্রেস। হাওড়া-যশবন্তপুর এক্সপ্রেসও ওই তিন দিন বাতিল থাকছে। ২৫ মে বাতিল শালিমার-তিরুবনন্তপুরম এক্সপ্রেস। ২৭ তারিখ বাতিল থাকছে তিরুবনন্তপুরম-শালিমার এক্সপ্রেস। ২৫ মে বাতিল করা হয়েছে তিরুচিরাপল্লি-হাওড়া এক্সপ্রেস। ২৭ মে বাতিল থাকছে হাওড়া-তিরুচিরাপল্লি এক্সপ্রেস।