ঘাট পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে অশোক ভট্টাচার্য্য

মহানন্দা ঘাটে পরিদর্শনের গিয়ে বিক্ষোভের মুখে পড়ল শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক তথা শিলিগুড়ির বিধায়ক অশোক ভট্টাচার্য্য। জানা গেছে শিলিগুড়ি লালমোহন মল্লিক নিরঞ্জন ঘাটে বিউটিফিকেশনের কাজ তদারকি করতে গিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়েন তিনি। এলাকাবাসীর অভিযোগ তারা প্রতিবছর মহানন্দার ঘাটে ছটপূজা করলেও এবার ঘাট সাজানোর নামে নদীর ঘাট বরাবর জায়গায় সিমেন্টের রেলিং তুলে দিয়েছে প্রশাসন ।যার ফলে ছটের ঘাট বানাতে এবং নদীতে নামতে সমস্যায় পড়বেন পুণ্যার্থীরা। তারা আরো অভিযোগ করেন নদীর একপার নোংরা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে, মহানন্দায় জমির চর দখল হয়ে যাচ্ছে। আর নদীর আরেকদিকে বিউটিফিকেশনের নামে মানুষকে বোকা বানাচ্ছেন পুরনিগমের প্রশাসক ।

এদিন অশোক বাবু সেখানে ঘাট পরিদর্শনে গেলে এলাকাবাসী তাদের সমস্যা জানিয়ে বিক্ষোভ দেখান প্রশাসককে। এলাকাবাসী জানিয়েছেন এই ব্যারিকেডের ফলে অনেকটা পথ ঘুড়ে পুণ্যার্থীদের নদীতে নামতে হবে ফলে ভিড় বাড়বে। তাদের দাবি ব্যারিকেড না ভেঙেই সিঁড়ি তৈরি করে দিলে সমস্যার সমাধান হতে পারে। কিন্তু অশোক বাবু তাদের কথা শুনতে চাননি বলে স্থানীয়রা অভিযোগ করেন।