গ্লেনমার্ক ফার্মাসিউটিক্যালস লিমিটেড মডারেট থেকে সিভিয়ার অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য ভারতে লঞ্চ্ করল রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে। গ্লেনমার্ক হল প্রথম কোম্পানি যারা ভারতে সাশ্রয়ী মূল্যে অ্যালার্জিক রাইনাইটিসের চিকিৎসার জন্য এই ব্র্যান্ডেড জেনারিক ভার্সনটি লঞ্চ্ করল।
বিশ্বে গ্লেনমার্ক প্রথম কোম্পানি যারা মোমেটাসোনেফিউরোয়েট ৫০এমসিজি + অ্যাজালাস্টাইন ১৪০এমসিজি’র এই অভিনব ফিক্সড ডোজ কম্বিনেশন লঞ্চ্ করল। রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে হল একটি অ্যান্টি-হিস্টামিন ও একটি স্টেরয়েডের ফিক্সড-ডোজ কম্বিনেশন। এটি ব্যবহৃত হয় ১২ বৎসরাধিক রোগীদের অ্যালার্জিক রাইনাইটিস সংক্রান্ত উপসর্গগুলির চিকিৎসায়। ওরাল থেরাপির থেকে এটি বেশি কার্যকর। একইরকম ড্রাগ ক্যাটাগরিতে শীর্ষে থাকা ১০টি সমমানের ব্র্যান্ডের গড় মূল্য যেখানে ৩৬৫ টাকা, সেখানে রায়াল্ট্রিস-এজেড ন্যাজাল স্প্রে লঞ্চ্ হচ্ছে ৭৫টি মিটার্ড ডোজের প্যাকেট-প্রতি ১৭৫ টাকায়। শীর্ষস্থানীয় ১০টি ব্র্যান্ডের গড় মূল্যের তুলনায় এই মূল্য প্রায় ৫২ শতাংশ কম।