গ্রেফতার বিকাশ দুবে

গত শুক্রবার খুন, অপহরণ-সহ ৬০ টি মামলায় অভিযুক্ত বিকাশ দুবেকে গ্রেফতার করার জন্যেই কানপুরের চৌবেপুর এলাকার বিকরু গ্রামে বিশাল একটি পুলিশ দল অভিযান চালায়। সেই সময়েই পাল্টা আক্রমণে করে ওই মাফিয়া। তাঁর চালানো গুলিতে মৃত্যু হয় ৮ পুলিশ কর্মীর। তারপরেই এলাকা ছেড়ে চম্পট দেয় সে।

মধ্যপ্রদেশের উজ্জয়ন থেকে শেষপর্যন্ত গ্রেফতার করা হল বেশ কিছুদিন ধরে পুলিশের চোখে ধুলো দিয়ে পালানো কুখ্যাত মাফিয়া বিকাশ দুবেকে। উত্তরপ্রদেশের ওই গ্যাংস্টারের বিরুদ্ধে সম্প্রতি কানপুরে ৮ পুলিশ কর্মী খুনের অভিযোগ উঠেছে। কয়েকদিন ধরেই ওই মাফিয়ার খোঁজে ৩ রাজ্য তোলপাড় করছিল পুলিশ। মধ্যপ্রদেশের মহাকাল মন্দির এলাকা থেকে বৃহস্পতিবার পুলিশের জালে ধরা পড়ে বিকাশ। একই সময়ে উত্তরপ্রদেশে পুলিশি এনকাউন্টারে খতম হয়েছে তাঁর দুই শাগরেদও। বুধবার বিকাশ দুবের অন্যতম ঘনিষ্ঠ সহযোগী আমন দুবেকেও খতম করে পুলিশ।