গ্রেফতার ক্ষিতীশ রবি প্রসাদ

মাদক মামলায় নাম উঠে এসেছিল প্রযোজক-পরিচালক করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এগজিকিউটিভ প্রোডিউসার ক্ষিতীশ রবি প্রসাদের। মাদক কাণ্ডে ধর্মা প্রোডাকশনের প্রাক্তন কর্মী ক্ষিতীশ রবি প্রসাদকে গ্রেফতার করেছে নারকোটিক্স ব্যুরো। ৯ দিনের জন্য তাঁকে হেফাজতে নিয়েছে এনসিবি।

প্রায় ২৪ ঘণ্টা জেরার পরে গ্রেফতার করা হয় ক্ষিতীশকে। এ যাবৎ যে ড্রাগ পেডলারদের এনসিবি গ্রেফতার করেছে তাদের জেরা করে বারবার এই ক্ষিতীশ প্রসাদের নাম উঠে এসেছে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত এনসিবির হেফাজতে থাকবেন ক্ষিতীশ প্রসাদ।

ক্ষিতীশ রবি প্রসাদ ছাড়াও ধর্মা প্রোডাকশনের এক এগজিকিউটিভ ডিরেক্টর অনুভব চোপড়ার নাম জড়িয়েছে মাদক মামলায়। করণ জোহর জানিয়েছেন যে ক্ষিতীশ রবি প্রসাদ এবং অনুভব চোপড়াকে ব্যক্তিগত ভাবে মোটেও চেনেন না তিনি।