গ্রেফতার করা হল অর্ণব গোস্বামীকে

সাতসকালেই চাঞ্চল্য মুম্বইয়ে। মুম্বাই পুলিশ গ্রেফতার করেছে রিপাবলিক টিভি এডিটর ইন চীফ অর্ণব গোস্বামীকে। ২০১৮ সালে ৫৩ বছরের ইন্টিরিওর ডিজাইন তথা আর্কিটেক্ট অন্বয় নায়েক ও কুমুদ নায়েকের মৃত্যুর ঘটনায় আটক করা হল রিপাবলিক টিভির সম্পাদক অর্ণব গোস্বামীকে। রাজ্য সিআইডি এই মামলা তদন্ত করবে বলে জানা যায়। আলিবাগে নিয়ে গিয়ে গ্রেফতার করা হবে অর্ণবকে। পুলিশ অর্ণবকে রায়গড় থানায় নিয়ে গিয়েছে।

নায়েক আত্মহত্যা করার সময় নিজের সুইসাইড নোটে বলেন যে একজন নিউজ চ্যানেলের সম্পাদক ও অন্য দুইজনের থেকে তিনি ৫.৪০ কোটি টাকা পান। সেই টাকা না পাওয়ায় কনকর্ড ডিজাইনসের ম্যানেজিং ডিরেক্টর নায়েক আত্মহত্যা করেন। এই মামলা রেজিস্টার হয়েছিল আলীবাগে। যদিও অর্ণব আর রিপাবলিক টিভি সমস্ত অভিযোগ খারিজ করে দিয়েছে। এই ঘটনার প্রতিবাদ করেছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভড়েকর।