গ্রেপ্তার হয়েই বেসুরো তৃণমূল নেতা

ড্রাই পোর্টে গন্ডগোল এবং ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার হওয়া তৃণমূল কর্মীদের মুখে বেসুরো মন্তব্য। আজ প্রিজন ভ্যানের ভেতর থেকেই দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন এনজেপির তৃণমূল নেতা তথা ট্যাক্সী ইউনিয়নের ভাইস সেক্রেটারি বাবু দাস। সূত্রের খবর ভাঙচুরের ঘটনায় গতকাল এবং আজ মিলে মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে ভক্তিনগর থানার পুলিশ। মূল অভিযুক্ত দাপুটে শ্রমিক নেতা প্রসেনজিৎ রায় এখনো পলাতক।

এদিন জলপাইগুড়ি আদালত চত্তরে ক্যামেরার সামনো ক্ষোভ উগড়ে দেন আই এন টি টি ইউ সি নেতা বাবু দাস। তিনি বলেন আমরা সবাই আই এন টি টি ইউ সির সক্রিয় কর্মী। আমাদের জন্য এন যে পি তে এতবড় দল চলে। আর আমরাই গ্রেফতার হলাম। এবার ভাববো আর এই সংগঠন করবো কিনা। রুলিং পার্টিতে থেকেও আমারা গ্রেফতার হলাম। আমরা গোষ্ঠী রাজনীতির শিকার হলাম। আমরা ঝামেলার মধ্যে ছিলাম না। তবুও আমরা গ্রেফতার হলাম।এদিন অভিযুক্ত দের আদালতে তুলে জামিনের আবেদন করা হলে আদালত তাদের জামিন নাকচ করে জেল হেফাজতের নির্দেশ দেয়।