গ্রেপ্তার হওয়া যুবমোর্চা নেতাদের মুক্তির দাবিতে প্রতিবাদ মিছিল যুব মোর্চার

গত ৮ই ডিসেম্বর উত্তরকন্যা অভিযানে পুলিশ ও প্রশাসনের অত্যাচারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে গিয়ে শিলিগুড়ি এয়ারভিউ মোড়ে পোস্টার ছেড়া কান্ডে গ্রেপ্তার হন বিজেপি যুব মোর্চার বেশ কয়েকজন কার্যকর্তা।তাদের নিঃশর্ত মুক্তির দাবিতে আজ বিক্ষোভ আন্দোলন করল বিজেপি যুব মোর্চার সদস্যরা। সম্পতি রাজ্য জুড়ে বিজেপি কর্মীদের উপর তৃনমূল কংগ্রেস যেভাবে আক্রমন করে বাংলার গনতন্ত্রকে হত্যা করছে এবং প্রশাসনের মদতে বিজেপি কর্মী ও সমর্থকের অন্যায় ভাবে গ্রেপ্তার করছে তারই প্রতিবাদ জানিয়ে শিলিগুড়ির জয়মনি ভবন থেকে এক মিছিল করে বিজেপির যুব মোর্চা।এদিনের এই মিছিরের নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার প্রদেশ কমিটির সহ সভাপতি অভিষেক সিংহানিয়া উপস্থিত ছিলেন যুব মোর্চার কর্মী ও সমর্থকরা।অভিষেক সিংহানিয়া বলেন ১৩জন কর্মীকে উত্তরকন্যা অভিযানের দিন গ্রেপ্তার করা হয়েছে তাদের নিশর্তে মুক্তি দিতে হবে।