গ্রেপ্তার এটিএম জালিয়াতি কাণ্ডের দুই পান্ডা,উদ্ধার ৫২টি এটিএম কার্ড

প্রায় ৫২ টি এটিএম কার্ড , নগদ দেড় লক্ষ টাকা এবং প্রচুর মোবাইল ফোন সহ জালিয়াতি কাণ্ডের দুই পান্ডাকে গ্রেপ্তার করল এসটিএফ। এই কান্ডে আরো বেশ কয়েকজনের হদিস পেতে শিলিগুড়ি এনজেপি থানার বিশেষ ফোর্স, ক্রাইম ব্রাঞ্চ তদন্ত শুরু করেছে। জানা গেছে ফুলবাড়িতে একটি দিল্লি নম্বরের গাড়ি আটক করে তল্লাশি চালাতেই গাড়ি থেকে প্রচুর পরিমানে এটিএম কার্ড পাওয়া যায়। এরপর গাড়ি থামিয়ে ব্যাপক তল্লাশি শুরু করে কর্তব্যরত ট্রাফিক পুলিশ।খবর দেওয়া হয় শিলিগুড়ি এনজেপি থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে গাড়িটি গুয়াহাটি থেকে কলকাতা যাচ্ছিল। একটি বোলেরো গাড়ি সহ দুজনকে আটক করা হয়েছে । এনজেপি থানার পুলিশ জানিয়েছেন ধৃতদের নাম সোনু কুমার এবং সঞ্জয়। ধৃতদের বাড়ি দিল্লি ও হরিয়ানায়।পুলিশের অনুমান,ধৃতরা সাইবার ক্রাইমের সঙ্গে জড়িত।উপভোক্তাদের ফোন করে এটিএম কার্ডের নম্বর হাতিয়ে টাকা লুঠ করত।এই কান্ডে আরো বেশকয়েকজন রয়েছে বলে অনুমান পুলিশের।ধৃতদের আজ শিলিগুড়ি কোর্টে তোলা হবে বলে জানা গেছে। সূত্রের খবর ধৃতদের পুলিশ রিমান্ডে নিয়ে এটিএম জালিয়াতি কান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে। এই কাজে পুলিশ ইতিমধ্যে বিশেষ টিম বানিয়ে তদন্ত শুরু করতে চাইছে ।