মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল বর্ধমান আদালত। গতবছর ৪ নভেম্বর বর্ধমানের রায়না এলাকায় একটি সভায় পুলিশের বিরুদ্ধে রীতিমতো বিষোদ্গার করেন বঙ্গ বিজেপির সভাপতি। আপত্তিকর বিতর্কিত এবং উসকানিমূলক মন্তব্যের অভিযোগ উঠেছিল। সেই মামলাতেই এবার গ্রেপ্তারির পরোয়ানা জারি হল রাজ্য সভাপতির বিরুদ্ধে।
দিলীপ ঘোষকে বলতে শোনা যায়, “টাকা না দিলে পুলিশের চাকরি মেলে না। এসপি থেকে ওসি সকলকে টাকা তুলতে হয় এবং সেই টাকা যায় তৃণমূলের পার্টি অফিসে।” এই মন্তব্য পুলিশকর্মীর অভিযোগের ভিত্তিতে দিলীপ ঘোষের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা দায়ের করা হয়। চলতি বছরে এই মামলার চার্জশিট পেশ করলে আবেদন মঞ্জুর করে বর্ধমান আদালত।