তৃণমূলের গোষ্ঠী কোন্দলকে নিয়ে আবারও উত্তপ্ত হয়ে উঠলো মালদা জেলার রাজনৈতিক মহল। গোষ্ঠি কোন্দলে জর্জরিত মালদা জেলা তৃণমূল। এদিন তৃণমূল যুব কংগ্রেসের গোষ্ঠী দ্বন্দে তুমুল উত্তেজনা ছড়াল মালদহের হরিশ্চন্দ্রপুর বিধানসভায়। তাও আবার থানার মূল ফটকে পুলিশের চোখের সামনে। দলের মধ্যেই অভিযোগ-পাল্টা অভিযোগে জেরবার জেলা তৃণমূল নেতৃত্ব। এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা।
ঘটনা সূত্রে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাত আটটা নাগাদ থানার সামনে তৃণমূল কর্মীদের মধ্যে মারপিট শুরু হয় এবং পর্যায়ক্রমে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশি হস্তক্ষেপে তা নিয়ন্ত্রণ আসে। আর এই ঘটনাকে ঘিরে অস্বস্তিতে রয়েছে শাসকশিবির। আক্রান্ত হয়েছে যুব তৃণমূলের দুই কর্মী কৌশিক সিংহ ও দীপক পাসওয়ান।তাদেরকে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ। এমনকি মাটিতে লুটিয়ে লাথি চর-ঘুষি মারা হয় এমনটাই দাবি আক্রান্তদের। পরে সহ-গামীরা গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করান।ওখানে দুজন চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে। গোটা ঘটনার পিছনে হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি মানিক দাসের নেতৃত্বে সাহেব দাস তাদের দলবল নিয়ে হামলা করেছে বলে অভিযোগ আক্রান্ত কৌশিক সিংহের।