নিজস্ব সংবাদদাতা: প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা হলে তাঁকে কী বার্তা দেবেন’? সৌন্দর্য প্রতিযোগিতার মঞ্চে দাঁড়িয়ে প্রতিযোগীর সাহসী উত্তর নজর কাড়ল গোটা দেশ। প্রধানমন্ত্রীকে তিনি গোরুর বদলে মহিলাদের কথা ভাবতে অনুরোধ করবেন বলে সটান জানিয়ে দেন ওই সুন্দরী। মিস কোহিামা এবার প্রতিযোগিতার মঞ্চে অন্যতম প্রতিযোগী ১৮ বছরের ভিকোনোউ সাশুর কাছে বিচারকরা প্রশ্ন রেখেছিলেন যে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে চ্যাটে আমন্ত্রিত হলে তাঁকে তী বার্তা দেবেন তিনি। সাহসী অষ্টাদশী ছক ভাঙা উত্তরে জানিয়ে দেন যে প্রধানমন্ত্রীকে গোরুর বদলে মহিলাদের নিয়ে ভাবতে অনুরোধ করবেন তিনি। তাঁর এই উত্তরে হাততালি ও হাসির রোল পড়ে দর্শকদের মধ্যে। তাঁর উত্তরের ভিডিয়োটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়াতেও।
আলিপুরদুয়ার, আসাম, উত্তর দিনাজপুর, উত্তর পূর্ব, উত্তরবঙ্গ, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, দেশ, বিদেশ, মালদা, রাজ্য, শিলিগুড়ি, সিকিম