গুটকা ও পান মশালা বন্ধ হচ্ছে..

নিজস্ব সংবাদদাতা: ,প্লাস্টিকের পর  গুটকা মশলা বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করল উত্তরাখণ্ড সরকার। শুধু বিক্রিই নয়, তামাক ও নিকোটিন জাতীয় দ্রব্য তৈরি করা, স্টোর করা ও বিলি করার ইপরও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নিষেধাজ্ঞা রয়েছে ত্রিপুরা ও মেঘালয়েতেও।

শুক্রবার সন্ধে, এই নির্দেশ জারি করেন ফুড সেফটি কমিশনার নিতেশ কুমার ঝা। আমজনতার স্বাস্থ্যের কথা ভেবেই এই সিদ্ধান্ত। মানব শরীরে নানান রোগের বাসা বাঁধে এই তামাক জাতীয় দ্রব্য। তামাক ও নিকোটিন জাতীয় প্রোডাক্ট যেমন গুটখা, পানমশলা ব্যান করা হল