গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্লের ওপর নিষেধাজ্ঞা জারি করা এখন অর্থহীন

মুক্তির পর থেকেই বিতর্ক পিছু ছাড়েনি গুঞ্জন সাক্সেনা: দ্য কার্গিল গার্লের। করণ জোহর প্রযোজিত এবং জাহ্নবী কাপুর অভিনীত এই ছবিতে ভারতীয় বায়ুসেনার ভাবমূর্তি নষ্ট করা হয়েছে, এই অভিযোগ তোলা হয়েছিল স্বয়ং আইএএফের তরফে। আবেদনে বলা হয়েছিল এই ছবির প্রযোজক সংস্থা এবং কোনও ওটিটি প্ল্যাটফর্ম যেন এই ছবিটি ব্যক্তিগতভাবে কিংবা পাবলিক ডোমেনে গুঞ্জনা সাক্সেনা: দ্য কার্গিল গার্ল প্রদর্শন না করে।

দিল্লি হাইকোর্টে ধর্মা প্রোডাকশনের এই ছবির বিরুদ্ধে পিটিশন দায়ের করেছিল ভারত সরকার এবং ভারতীয় বায়ুসেনা। সবরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, ইলেকট্রনিক মোডস এবং পাবলিসিটি ক্যাম্পেনের থেকেও এই ছবি তুলে নেওয়ার দাবি জানিয়েছিল কেন্দ্র সরকার। বুধবার বিচারপতি রাজ শাকধের সিঙ্গল বেঞ্চ এই রায় ঘোষণার সময় স্পষ্টই জানিয়ে দেয় ‘অনেক দেরি হয়ে গিয়েছে’। তিনি বলেন এই ছবিটা দীর্ঘ একটা সময় ধরেই নেটফ্লিক্সে রয়েছে। এবং নিষেধাজ্ঞা জারি করা এখন অর্থহীন।