বন্যায় ভরা নদীর স্রোতে ভেসে আসল এক যুবক। মৃত নয় জীবিত । এলাকাবাসী যুবককে উদ্ধার করেছে । এমনই চাঞ্চল্য ঘটনা ঘটেছে ধুপগুড়ির মাগুরমারী এলাকার গিলান্ডি নদীতে ।
সূত্রের খবর বন্যায় স্রোতে ভেসে আসা এক ব্যক্তির দেহ দেখতে পেয়ে এলাকার গ্রামবাসীরা প্রথমে হতচকিত হয়ে পড়ে । ভেসে আসা দেহটিকে দেখে গ্রামবাসীরা প্রথমে মৃত হিসেবে অনুমান করে । তারপর ওই এলাকারই দুইজন সাহস করে দেহটিকে উদ্ধার করতেই দেখে লোকটি জীবিত । তড়িঘড়ি লোকটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয় । জানা গেছে ভেসে আসা লোকটির নাম মতিলেশ মুন্ডা । লোকটি কিভাবে বন্যার জলে ভেসে আসলো সেবিষয়ে কিছু জানা যায়নি । তবে ভরা স্রোতে ঝুঁকি নিয়ে লোকটিকে উদ্ধার করে ওই দুই যুবক এখন প্রশংসিত।