মালদা, ৭ মার্চ – ভিন রাজ্য থেকে বিজেপি নেতারা এ রাজ্যে একে বাংলা দখলের মরিয়া চেষ্টা চালাচ্ছে। সে ব্যাপারে সতর্ক করে মদন মিত্র বলেন, ‘যদি কেউ বাইরে থেকে মারতে আসে, এখানে দখল নিতে আসে, যদি গায়ের জোড়ে ভোট দখল করতে আসে, ওদের বলে দেবেন-মারবো এখানে, লাশ পড়বে পাশের রাজ্যে। বাংলায় জায়গা পাবে না তারা।’ খুব সহজেই কর্মী, সমর্থকদের মন জয় করে নেন তিনি। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের সমর্থন জানিয়ে এবং আদিবাসীদের সারনা ধর্ম কলাম কোড এর দাবি জানিয়ে রবিবার গাজোল কলেজ ময়দানে সমাবেশের ডাক দিয়েছিল ঝাড়খন্ড দিশম পার্টি এবং আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিনের সভায় মদন মিত্র ছাড়াও হাজির ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, তৃণমূল প্রার্থী বাসন্তী বর্মন, জেলা সভানেত্রী মৌসম নুর, আদিবাসী সেঙ্গেল অভিযান-এর সর্বভারতীয় সভাপতি সালখান মুর্মু, ঝাড়খন্ড দিশম পার্টির সর্বভারতীয় সভাপতি সুমিত্রা মুর্মু, রাজ্য নেত্রী পানমুনি বেসরা, রাজ্য সভাপতি মোহন হাঁসদা প্রমুখ। আদিবাসীর পাশে রয়েছে রাজ্যের মমতা সরকার। এ প্রসঙ্গে মদন মিত্র বলেন, ‘মমতা ব্যানার্জি আমাকে বলে পাঠিয়েছেন, সাঁওতালদের আলাদা কোটায় চাকরির ব্যবস্থা করবেন তিনি। উনি যা বলেন, তা করে দেখান। আমাদের সরকার সাঁওতালদের পাশেই রয়েছে। তাদের জমি কেউ জোর করে দখল করে পারবে না। এই বিল মমতাই নিয়ে এসেছেন।’ তিনি দেশের স্বাধীনতার পেছনে সাঁওতালদের অবদান প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘সাঁওতাল বিদ্রোহ না হলে আজকের বিজেপি-র মোদি আর মোদি হয়ে উঠতেন না। সাঁওতাল বিদ্রোহ না হলে আমরা ব্রিটিশের কাছ থেকে মুক্তও হতে পারতাম না।’ এদিন বিজেপি-কে তোপ দেগে মদন মিত্র বলেন, ‘বাংলায় বিজেপির কোনও মুখ নেই, তাই ভিন রাজ্য থেকে ভাড়া করে কাউকে কাউকে আনতে হচ্ছে। আর কতগুলো দালাল রয়েছে যাদের খাইয়ে-পড়িয়ে মমতা ব্যানার্জি মানুষ করেছে তারাই এখন গদ্দার হয়ে মোদি মোদি করছে। কিন্তু দিদি বাংলার ঘরের মেয়ে, এরাজ্যে ১০০ টা মোদী এলেও কিছুই করতে পারবে না।’ শেষে উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশে ফুটবল ছুঁড়ে বক্তব্য শেষ করেন মদন মিত্র।