‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং শুরু

করোনা পরিস্থিতিতে বন্ধ করে দিতে হয়েছিল আলিয়া ভাট অভিনীত সঞ্জয়লীলা বনসালি পরিচালিত ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র শ্যুটিং। মুম্বইয়ের ফিল্ম সিটিতে সমস্তরকমের সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করে আবার এই ছবির শ্যুটিং শুরু হল। মাত্র ৫০ জনের ইউনিট নিয়ে ছবির শ্যুটিং চলছে। আলিয়া এবং তাঁর সহঅভিনেতা শান্তনু মহেশ্বরীও ফ্রেমের বাইরে কড়াভাবে কোভিড সতকর্তা মানছেন।