গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে

কলকাতাশনিবার রাজ্যে দু’হাজার ছাড়িয়েছে সংক্রমণ । জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় সংক্রমিত ২৪০৪ জন, মৃত ৪২। কলকাতায় একদিনে সংক্রমিত ৭২৭। সুস্থতার সংখ্যা প্রতি লক্ষে বেড়েছে। প্রতি দশ লক্ষে নমুনা পরীক্ষা হয়েছে ৮৭৬৮ জনের। গত সোমবার নবান্ন থেকে স্বরাষ্ট্রসচিব সকলকে সতর্ক করে দিয়ে ঘোষণা করেন যে, রাজ্যের কিছু জায়গায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে, খুবই শোচনীয় অবস্থা শহর কলকাতার।

এই সংক্রমণ রুখতে আগামী ৩১ অগাস্ট পর্যন্ত সপ্তাহে দুই দিন করে কড়া লকডাউন বলবৎ থাকবে রাজ্যে। এই লকডাউনে একমাত্র ওষুধের দোকান ও হাসপাতালগুলো ছাড়া বন্ধ বাকি সব। আজকের (শনিবার ২৫ জুলাই) মতোই আগামী বুধবারও (২৯ জুলাই) রাজ্যে লকডাউন জারি রাখা হবে। আপাতত এই দুই দিন কলকাতা বিমানবন্দরে কোনও বিমান ওঠানামা করবে না। সম্পূর্ণ বন্ধ থাকবে বিমানবন্দর।