গত ২৪ ঘণ্টায় রাজ্যে সাতজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমণে।

করোনায় মৃতের সংখ্যা নিয়ে কেন্দ্রর সঙ্গে রাজ্যের দীর্ঘকালীন বিতর্কে এক ইতি টানল কেন্দ্র। সোমবার সন্ধ্যায় রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল রাজ্যে ৬১ জন করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। একই সঙ্গে্ কো-মর্বিডিটির শিকার হয়ে মারা গিয়েছেন আরও ৭২ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক তাদের ওয়েবসাইটে এই সংখ্যাই রেখেছে। তবে ৬১ ও ৭২-কে যোগ করে ১৩৩ হিসেবে দেখিয়েছে তারা। গত সোমবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতর এই তথ্য জানিয়েছিল। এই প্রথম তাদের তালিকায় কো-মর্বিডিটির পরিসংখ্যানও ছিল। মঙ্গলবার সকালে রাজ্যের স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন গত ২৪ ঘণ্টায় রাজ্যে আরও সাতজনের মৃত্যু হয়েছে করোনা সংক্রমিত হয়ে। তিনি ৬১-র সঙ্গে ৭ যোগ করে সংখ্যাটি ৬৮ বলে জানান। কেন্দ্রীয় হিসেব ব্যবহার করলে অবশ্য তাঁর বলা উচিত ছিল ১৪০।